সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়কে (৭০) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে তালা সদন ইউনিয়নে আটারই গ্রামে। নিহত আব্দুল কাদের মোড়ল আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে।
নিহতের ভাই রুহুল মোড়ল জানান, একই এলাকার নরিম মোড়লের ছেলে আরশাফ মোড়ল ও জাকিরুল মোড়ল গংদের সাথে দীর্ঘদিন জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। কাদের মোড়ল বাড়ী তৈরি করার জন্য তাদের শরীকদের জমির উপরে বালি এনে রাখে। মঙ্গলবার সকালে বালি রাখাকে কেন্দ্র করে কাদের শেখের উপর আরশাফ মোড়ল ও জাকির মোড়ল গংরা তার উপর অর্তিকিত হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, আমি সাতক্ষীরায় আছি মৃত্যুর বিষয়টি আমার জানা নাই।