সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে : এড. মনা | চ্যানেল খুলনা

কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে : এড. মনা

ওয়ান-ইলেভেনের সরকার ও স্বৈরাচার শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্রের অংশ হিসেবে আরাফাত রহমান কোকোকে কৌশলে হত্যা করেছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। অতি অল্পসময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে তিনি নিজেকে স্মরণীয় করে রেখেছেন। আমাদের দুর্ভাগ্য এই অত্যন্ত মেধাবী ক্রীড়া সংগঠককে মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকার নির্মমভাবে, অন্যায়ভাবে নির্যাতন করায় অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।

সোমবার (১২ আগস্ট) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবাষির্কী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গোটা জাতি বিগম ১৬বছর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিলো। দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছিলো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের বিদায় হয়েছে। কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, স.ম আ রহমান, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, কে এম হুমায়ন কবির (ভিপি হুমায়ুন), শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুরশিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সাইফুর রহমান, জাবেদ হোসেন মল্লিক, হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান মন্টু, সাঈদ হাসান লাভলু, শেখ হাফিজুর রহমান, আফসার উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম, আলী আক্কাস, রুম্মন আজম, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, সরদার আবদুল মালেক, রাহাত আলী লাচ্চু, জাসাসের নুর ইসলাম বাচ্চু, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, এবাদুল হক রুবায়েদ, আব্দুল্লাহ হেল কাফি সখা, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মোঃ তাজিম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহীন, মুনতাসির আল মামুন, নাসির উদ্দিন, হেলাল ফরাজী, বিএনপি নেতা মাহবুবউল্লাহ শামীম, আসাদুজ্জামান আসাদ, মহিলাদলের অ্যাডভোকেট হালিমা খানম, সালমা বেগম, লুবনা ইয়াসমিন, মুন্নি জামান, এডভোকেট কামরুন নাহার হেনা, পারভিন বেগম, রেশমি সুলতানা, কাকলি খান, রোজা খাতুন পুতুল, হোসনেয়ারা চাঁদনী, ময়না বেগম, রিনা মল্লিক, সৈয়দ ইমরান, হাসান ফকির, মুরাদ হোসেন, হেদায়েতুল্লাহ দিপু, মাজহারুল ইসলাম রাসেল, এসএম ইউসুফ, রাজু আহমেদ, শাকিল আহমেদ, আরিফ মোল্লা তূর্য, মোঃ হাফিজুর রহমান, আল ফারাবি, তামিম খান, সাকিব রিজভী, রাকিব শেখ, ইমরান ফকির ইমু, আব্দুর রহমান সাজিদ, মারুফ শিকদার, ইমরান তুহিন প্রমূখ।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মোংলা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সকলকে সর্তক, সজাগ থাকতে হবে: তুহিন

খুলনা বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত

ময়লাপোতা মোড়ে মানববন্ধন থেকে নাগরিকদের হুশিয়ারী

খুবিতে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালায় বিএসি চেয়ারম্যান

সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।