অনলাইন ডেস্কঃপুনঃঅর্থায়ন স্কীমের আওতায় পাটকল/পাট রপ্তানিকারকদের ৩০০ কোটি টাকা ঋণ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, পাট খাতে সহায়তা প্রদানের জন্য বিশেষ করে কৃষকদের কাছ থেকে পাট কেনার জন্য বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে পাঁচ বছর পর্যন্ত নবায়ন/আবর্তনযোগ্য ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়।এক সার্কুলারের মাধ্যমে ঐ তহবিল পরিচালনার জন্য একটি নীতিমালাও জারী করা হয়। উক্ত পুনঃঅর্থায়ন স্কীমের পরিমাণ আরও ১০০ কোটি টাকা বৃদ্ধি করে ৩০০ কোটি টাকায় উন্নীত করার এবং তহবিলটির মেয়াদ পরবর্তী পাঁচ বছরের জন্য বর্ধিত করার সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলো ব্যাংক হারে এ অর্থ পাবে এবং সর্বোচ্চ ৮ শতাংশ সুদহারে প্রতি ছয় মাসে (ষান্মাসিক) সুদাসলের একটি নির্দিষ্ট হারে পরিশোধ/সমন্বিত হওয়া সাপেক্ষে পাটকল/পাট রপ্তানিকারকদের ঋণ দেবে বলে নতুন সার্কুলারে উল্লেখ করা হয়েছে।