খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীতে শোক দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় খুলনা নগরীর আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। গত ৪ তারিখে কার্যালয়ের সব কিছু পুড়িয়ে দেওয়ার পর সেখানে সকালে শেখ মুজিবুরের একটি ছবি টানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে খুলনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশ এলাকা প্রদক্ষিণ করে। সবশেষে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ববি, মুক্তি রাণী, মো. রুবেল সমীর মন্ডল, আজিজুর রহমান রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, তাই আমরা মনে করি তাঁকে জিসকল রাজনীতির উর্ধ্বে রাখা উচিত। এই দেশের ইতিহাসের সাথে তঁার নামটি জড়িয়ে আছে। এজন্য ইতিহাসের আলোকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান দেওয়া উচিত। নেতার আরও বলেন, আমরা যদি মুক্তিযুদ্ধ ও একটি স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করি তাহলেও শেখ মুজিবুর রহমানকে বাদ দেওয়ার সুযোগ নেই। তাই জাতির পিতা হিসেবে তিনি আমাদের মনে আছেন এবং আগামীতেও থাকবেন। এই দিনে তিনি স্বপরিবারে শহীদ হয়েছিলেন। সেজন্য তঁাকে এবং সেদিনের শহীদ সকলকে যেমন বিনম্র শ্রদ্ধা জানাই তেমন একটি সুন্দর বাংলাদেশেরও স্বপ্ন দেখি। সকলে মিলেই দেশের উন্নয়ন ত্বরান্নিত হবে বলেও আমরা বিশ্বাস করি।