কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগরের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ ইমরানের নেতৃত্বে খুলনায় এক শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পিলখানায় সেনা হত্যা, শাপলা চত্ত্বরে গণহত্যা, কোটা সংস্কার আন্দোলনে গণহত্যায় শহীদদের স্মরণে বুধবার বিকেলে নগরীতে বিশাল র্যালি করেছে খুলনা মহানগর ছাত্রদল। শোক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
শোক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মহানগরসহ নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশগ্রহন করেছে।
উল্লেখ্য,পিলখানায় বিডিআর বিদ্রোহ সেনাবাহিনী অফিসার হত্যা ও ২০১৩ সালের শাপলা চত্বরে গনহত্যাসহ গত ১৫ বছর হুম-খুন বিএনপিসহ বিরোধি দলগুলোর গনতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, কোটা সংস্কার আন্দোল ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গনহত্যায় শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শোক র্যালি ঘোষনা করে।