বটিয়াঘাটায় চিহিৃত ভূমিদস্যুর পরিবার কর্তৃক খুলনা জেলা বিএনপি’র শীর্ষ নেতাদের সম্পর্কে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে বানোয়াট তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে বটিয়াঘাটায় উপস্থাপিত সংবাদ সম্মেলনের ভিত্তিহীন তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাশাসকের পতনের পর উক্ত ভূমিদস্যু আতঙ্কগ্রস্ত হয়ে মানসিক বিকৃতিসম্পন্ন তথ্য উপস্থাপন করে খুলনা জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের নামে কুৎসা রটিয়েছেন। খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের রাজনীতিতে ফায়দা লুটতে স্বার্থন্বেষী মহলের ইন্দোনে কল্প-কাহিনী সাজিয়ে বিএনপি’র ক্লিন ইমেজের নেতৃত্বের প্রতি কালিমা লেপনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এধরণের অভিযোগ তোলা হয়েছে। জাতির বিবেক সাংবাদিকদের সামনে ভবিষ্যতে এধরণের ভিত্তিহীন তথ্য পরিবেশন করলে আইনগত ব্যবস্থা গ্রহনের হুশিয়ারি উচ্চারণ করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোঃ রকিব মল্লিক, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হাসান বাবুল, শামীম কবির ও আশরাফুল আলম নান্নু, সদস্য অসিত কুমার সাহা, একেএম শহীদুল আলম, ইলিয়াস হোসেন মল্লিক, ওয়াহিদুজ্জামান রানা, মোঃ হাফিজুর রহমান, এসএম মুর্শিদুর রহমান লিটন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, রাহাত আলী লাচ্চু, শাহাদাত হোসেন ডাবলু, জাফরি নেওয়াজ চন্দন ও শামসুল বারিক পান্না, দাকোপে আহবায়ক অসিত কুমার সাহা, মোঃ আব্দুল মান্নান, রূপসার আহবায়ক মোল্লা সাইফুর রহমান, তেরখাদার আহবায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু, পাইকগাছার আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, ফুলতলার আহবায়ক আবুল বাশার, চালনা পৌরসভার আহবায়ক মোঃ মোজাফফর হোসেন, পাইকগাছার আহবায়ক সেলিম রেজা, লাকী, দাকোপের আহবায়ক অসিত কুমার সাহা, ডুমুরিয়ার সদস্য সচিব সরদার আব্দুল মালেক, রূপসার সদস্য সচিব জাবেদ মল্লিক, তেরখাদার এসএম হাবিবুর রহমান হাবীব, কয়রার সদস্য সচিব নূরুল আমীন বাবুল, ফুলতলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, চালনা পৌরসভার সদস্য সচিব আল আমীন সানা, পাইকগাছার সদস্য সচিব মোঃ মোস্তফা মোড়ল, দাকোপের সদস্য সচিব আব্দুল মান্নান খান এবং বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন প্রমুখ।