৩ টেস্টের জন্য নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আফগানিস্তান ও শ্রীলঙ্কা সিরিজের জন্য হেরাথের সঙ্গে চুক্তি করেছে কিউইরা। ভারতের মাটিতে সিরিজ হওয়ায় দেশটির সাবেক কোচ বিক্রম রাঠোরকেও কোচিং প্যানেলে যুক্ত করেছে নিউজিল্যান্ড। হেরাথ ও রাঠোরকে নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘দুজনই বিশ্বক্রিকেটে বেশ সম্মানীয় এবং আমি জানি, আমাদের ক্রিকেটাররা তাদের কাছ থেকে শেখার জন্য অপেক্ষা করছে।’
স্পিনারদের জন্য হেরাথকে পাওয়াটাকে গুরুত্বের সঙ্গে দেখছেন স্টিড, ‘আমাদের তিনজন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র তিন টেস্টের জন্য উপমহাদেশে রঙ্গনার সঙ্গে কাজ করার সুযোগ পাবে, এটা অনেক উপকারী হবে। আমাদের দুই টেস্টের ভেন্যু গলে রঙ্গনার ১০০-এর বেশির উইকেট আছে, ওই মাঠ নিয়ে তার জ্ঞান অমূল্য।’ এ বছর এশিয়ায় মোট ৬টি টেস্ট ম্যাচ খেলবেন কেন উইলিয়ামসনরা। এর মধ্যে আফগানিস্তান ছাড়া সবকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।