মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কালিশংকর পুর গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, বুলেট এবং বেশকিছু সরঞ্জাম উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি একই এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম বলে নিশ্চিত হওয়া গেছে।
মাগুরার শালিখা – মহম্মদপুর সার্কেলের এ্যডিশনাল এসপি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আজ (৮ সেপ্টেম্বর) রবিবার সকালে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে অস্ত্র, বুলেটসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। এঘটনায় একজনকে আটক দেখানো হয়েছে।