সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া আঠারোমাইল ঈসা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন | চ্যানেল খুলনা

ডুমুরিয়া আঠারোমাইল ঈসা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ডুমুরিয়ার আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজ এর অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তারের বিরুদ্ধে দূর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন। বুধবার (১১ সেপ্টেম্বর) অধ্যক্ষের বিরুদ্ধে দেওয়া অভিযোগের শুনানীকালে একাধিক দালিলিক প্রমান মেলে তার বিরুদ্ধে। অধিক তদন্তের জন্য উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

উপজেলা প্রশাসন সুত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার ও তার আপনজন এবং আত্মীয়রা মিলে লোপাট করেছে কয়েক কোটি টাকা। বার বার এ দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবি উঠলেও অদৃশ্য কারণে প্রতিবার পার পেয়ে যায়। এবার প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক তার দূর্নীতি খতিয়ে দেখতে এবং অপসারণ চেয়ে পৃথক দুটি আবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।ওই আবেদনের প্রেক্ষিতে বুধবার সকাল ১০ টায় উভয় পক্ষ নিয়ে শুনানী করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন। শুনানীকালে তার বিরুদ্ধে একাধিক অভিযোগের সত্যতা মেলে। যে কারণে অধিকতর তদন্তের জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

একটি কমিটিতে উপজেলা সহকারী কমিশনার(ভূ’মি) মোঃ আরাফাত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাসকে সদস্য করা হয়েছে। অপর তদন্ত কমিটিতে সদস্য করা হয়েছে প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেনকে। এছাড়া ওই প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে উপস্থিত হয়ে অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ সময়ে তারা এ দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ এবং তার বিরুদ্ধে বিধি সম্মত আইনী ব্যবস্হা নেওয়ার দাবি জানান।

অভিযোগকারী বাংলা বিভাগের প্রভাষক এম এম আলাউদ্দিন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে একাধিক দালিলিক তথ্যাদি উপস্হপনা করা হয়। এ সময়ে অধ্যক্ষ তার ¯^পক্ষে কোন কাগজ দেখাতে ব্যর্থ হয়।

ম্যানেজমেন্টের প্রভাষক মোঃ রবিউল ইসলাম বলেন, এ দূর্নীতিবাজ অধ্যক্ষ গত সপ্তাহেও এমপিওতে নাম অর্ন্তভ’ক্তির জন্য ১ লাখ টাকা নিয়েছে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ২০ বছরে বিনা বেতনে চাকরী করে জীবন শেষ করেছি। এখন আবার বার বার টাকা দিতে দিতে সর্বশান্ত হয়ে পড়েছি। এবার ভাইয়ের স্ত্রীর গহনা বন্ধক রেখে ১ লাখ টাকা দিয়েছি। তারপরেও এবারও আমারসহ ৫ শিক্ষকের নাম পাঠানো হয়নি এমপিও ভ’ক্তির তালিকায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন, বুধবার দু’পক্ষের উপস্থিতিতে শুনানীকালে অধ্যক্ষের বেশ কিছু অনিয়ম ও দূর্নীতির প্রমান পাওয়া গেছে। অধিকতর তদন্তের জন্য পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১ সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ময়লাপোতা মোড়ে মানববন্ধন থেকে নাগরিকদের হুশিয়ারী

বৃদ্ধি পেয়েছে ইঁদুরের উৎপাত দাকোপে মাজরা পোকার আক্রমনে দিশেহারা কৃষকরা

রাষ্ট্রসংস্কার করা; যাতে বাংলাদেশে আর কখনোই কোন স্বৈরাচার জন্ম নিতে না পারে: চরমোনাই পীর

পাউবো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির খুলনা আঞ্চলিক কমিটির গঠন

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ইকরামুল কবির জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

পাইকগাছায় কপোতাক্ষের ভাঙ্গনে ৪ গ্রাম বিলিনের পথে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।