সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিনের ১ম বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন | চ্যানেল খুলনা

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিনের ১ম বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) এর সাহিত্য ও প্রকাশনা কমিটি কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিন এর প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের ২য় তলাস্থ সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এই নিউজ বুলেটিনের মোড়ক উন্মোচন করেন।
এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তাদের অনেকেই প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন স্তরে শীর্ষ পদে কর্মরত রয়েছেন। এজন্য অ্যালামনাইদের বর্তমান অবস্থা ও তাদের কার্যক্রম নিয়ে প্রোফাইল তৈরির উদ্যোগ নিতে পারে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের কৃতি অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মাননা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কারিকুলাম ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে অ্যালামনাইদের অংশগ্রহণ থাকা উচিত। যাতে চাকরির বাজার কিংবা শিক্ষাপরবর্তী কর্মক্ষেত্রে কোন কোন বিষয়ে চাহিদা রয়েছে, তা কারিকুলামে অন্তর্ভুক্ত করা যায়। তিনি কুআ’র উদ্যোগে দ্বিতীয়বারের মতো নিউজ বুলেটিন প্রকাশ করায় সম্পাদকসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জনে অতীতের ন্যায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন কুআ’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং নিউজ বুলেটিনের সম্পাদক প্রফেসর ড. মুন্নুজাহান আরা, সাহিত্য ও প্রকাশনা সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক ড. শেখ তারেক আরাফাত, জনসংযোগ সম্পাদক ড. মো. আজিজুল হাসান, সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহকারী অফিস ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার চন্দ, নির্বাহী সদস্য মাহামুদুল হাসান (মিল্লাত) ও কুআ’র অন্যান্য সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুবি‌ শিক্ষার্থীকে উত্তাক্ত করা আলমগীর গ্রেপ্তার

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।