বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খান জাহান আলী থানা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে থানা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন হোসেনের সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সেক্রেটারি ইউসুফ ফকির।
খান জাহান আলী থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আল ইমরান শেখ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, থানার সাবেক সভাপতি ও জেলার সাবেক সভাপতি এবং জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আশরাফুল আলম, থানার সাবেক সভাপতি ও জেলা সাবেক অফিস সম্পাদক মোরসালিন গাজী, থানার সাবেক সেক্রেটারি ও জেলা জামায়াতের সহকারী অফিস সেক্রেটারি আলমগীর হোসেন, ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার দাওয়া সম্পাদক মমিনুল ইসলাম, থানার সাবেক সভাপতি ও জেলা এইচআরডি সম্পাদক হাঃ মাসুদুর রহমান প্রমুখ।
অতিথিবৃন্দ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো তুলে ধরে কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে ছাত্রদের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোচনা করেন।