আরাফাতী ভাই-বোনদের সংগঠন খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদ-ই -মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অদ্য ১৪.০৯.২৪ তারিখ বাদ আসর নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত এ ইসলামী জলসায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিম এবং প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব মাওলানা গোলজার হোসাইন।
আলহাজ্ব হাফেজ মাওলানা মোক্তার উদ্দিন শেখের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফেরদৌস আলম চান ফরাজী। ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় জলসায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন আলহাজ্ব কাজী দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ডা: নুরুল হক ফকির, আলহাজ্ব আব্দুল কাদের পিন্টু, আলহাজ্ব নুরুল আমিন, আলহাজ্ব অধ্যাপক সিকদার রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব এডভোকেট শামীম মোশাররফ, আলহাজ্ব এডভোকেট এস এম মনিরুজ্জামান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, আলহাজ্ব এডভোকেট হারুন -রশিদ, আলহাজ্ব কাজী কামরুল ইসলাম, আলহাজ্ব কাজী সেলিম, আলহাজ্ব খাজা মহিউদ্দিন লাভলু, আলহাজ্ব কেয়ামত আলী মোল্লা, আলহাজ্ব শফিকুল আলম, আলহাজ্ব সাইফুল ইসলাম, আলহাজ্ব সরদার আবু তাহের, ডা:এন এম বাবুল,
সাকিব আফতাব সুজন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ঈদে মিলাদুন্নবী পালন না করে পবিত্র সিরাতুন্নবী ( সা:) পালনের উপর গুরুত্ব আরোপ করেন।
ব্যক্তি ও পারিবারিক জীবনে ঘটা করে জন্মদিন পালন এবং কেক কাটা শরীয়তসম্মত নয় বলে উল্লেখ করেন।
সভা থেকে দেশ ও জাতির কল্যাণ, প্রয়াত হাজীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।