খুলনা প্রেসক্লাবে স্থায়ী সদস্যদের উপস্থিতিতে সর্বস্মতিক্রমে গঠিত অর্ন্তবরতীকালীন কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক ও সদস্য সচিব দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, অর্ন্তবরতীকালীন কমিটি গঠনের মধ্যদিয়ে খুলনা প্রেসক্লাব জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে। দীর্ঘবছর পর ক্লাবটির নেতৃত্বে পরিবর্তন এলো। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ০৫আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা অন্য প্রতিষ্ঠানের মতো খুলনা প্রেসক্লাবেও লাগে। খুলনার পেশাদার সাংবাদিকদের একটি বৃহৎ অংশের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। বছরের পর বছর প্রেসক্লাবকে কুক্ষিগত করে রাখা আগের কমিটি বাতিল করে একটি অন্তর্বরতীকালীন কমিটি গঠন করা হয়েছে। তারা আশাবাদ প্রকাশ করে বলেন, সব আঁধার কাটিয়ে, গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে ক্লাবের শক্তিশালী এবং আদর্শবাদী কমিটি গঠন হবে এবং প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে। নবগঠিত নেতৃত্বের গতিশীল নেতৃত্বে খুলনা প্রেসক্লাব তার হারানো ঐতিহ্য লালন করে জনগণের বিশ্বাস, আস্থা ও ভরসার প্রতীক হবে।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।