প্রকৃতির জীবন্ত সত্ত্বা নদী বাঁচাই, দেশ বাঁচাই-মানুষ বাঁচাই, আন্তঃসীমান্ত নদীর জলের ন্যায্য হিস্যা চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস-২০২৪ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১২টায় স্থানীয় বটিয়াঘাটার শৈলমারী ব্রীজের উপরে শৈলমারী-সালতা নদী সংরক্ষণ আন্দোলন কমিটির আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সচিব দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিটির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, যুগ্ম-আহবায়ক নিতাই গাইন, ছায়াবৃক্ষর প্রধান নির্বাহী মাহাবুব আলম বাদশা, বিভাগীয় সম্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক মোঃ সুমন, অজন্তা দাস, এড. জাহাঙ্গীর সিদ্দিকী, মেরিনা যুথী, নাদিম হোসেন, পলাশ দাশ, অবঃ শিক্ষক প্রদ্যুৎ রায়, পরিতোষ মিস্ত্রী প্রমূখ ।