হযরত মুহাম্মাদ (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে তাওহিদী জনতা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পরে মাগুরা পারনান্দুয়ালি বেপারী পাড়া জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ভায়নামোড় স্বাধীনতা স্মৃতি স্তম্ভে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমী তাওহীদি জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সময় ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান, এবং অনতিবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান, এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো মাগুরা শহর।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ নবী মুসলমানদের কলিজার টুকরা হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে কটুক্তি করলে এই পৃথিবীর বুকে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। সেই সাথে ভারতের সকল পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
এই সময় বক্তারা ভারতের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বারবার মুসলমানদের ঈমানের পরীক্ষা নিবেন না, দোষীদের দ্রুত বিচার করুন তা না হলে, মুসলমানেরা রাসূল প্রেমীরা নিজেরাই এর বিচার করবে ইনশাআল্লাহ।