সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুবিতে সীরাত কনফারেন্স উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে সীরাত কনফারেন্স উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সীরাত কনফারেন্স-২০২৪ উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রতিযোগিতা শুরু হয়। বাদ মাগরিব এ প্রতিযোগিতা দেখতে আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য আমাদের কোরআন শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। কোরআন শিখলে আমাদের ইসলামী চেতনা জাগ্রত ও আত্মশুদ্ধি হয়। আজ শিক্ষক দিবসে একটি কথা বলতে চাই- আমাদের প্রথম শিক্ষাগুরু মা। মায়ের কাছ থেকেই আমরা কথা বলা শিখি। আর আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর চিন্তা-চেতনা ও দর্শন অন্তরে ধারণ করলে আমরা দুনিয়া ও আখিরাতে মুক্তি পাবো। তাঁর আদর্শ মেনে চললে সমাজে কোনো অশান্তি ও বিশৃঙ্খলা থাকবে না। এজন্য আমাদের কোরআন শেখা এবং মহানবী (সা.) এর আদর্শ মেনে চলা উচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, বিচারকমণ্ডলী শিক্ষক ও দুই মসজিদের ইমাম, অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিবৃন্দ।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের সীরাত কনফারেন্স-২০২৪ আগামী ০৮ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ওই দিন এশার নামাজের পূর্বে এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামিন পেলেন কারাবন্দী দুই শিক্ষার্থী

গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার তাগিদ উপাচার্যের

খুবি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী

রক্তদানের মতো মহৎ কাজে উদ্বুদ্ধ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে বাঁধন : উপ-উপাচার্য

দেশের উন্নতিতে শিল্প ও সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপ-উপাচার্য

চাকরির বাজারে টিকে থাকতে পড়াশোনার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।