মহানগরীর দৌলতপুর থানা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের কথা জানানো হয়। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন রবিবার রাতে এ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে মুরশিদ কামালকে আহবায়ক ও সদস্য সচিব হয়েছেন শেখ ইমাম হোসেন।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হলেন মতলুবুর রহমান মিতুল, শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, খবির উদ্দিন, সাইফুল ইসলাম মামুন, জয়নাল আবেদীন, সদস্য হলেন লিয়াকত হোসেন লাভলু, বেলায়েত হোসেন, মাজেদ হাওলাদার, পারভেজ ইসলাম, আসাদুজ্জামান আসাদ, জাহিদ হাসান খসরু, মাসুদ রানা ডাবলু, রাজাউর রহমান প্রিন্স, আরমান হোসেন, মনিরুল ইসলাম নিশা, মিজানুর রহমান, শেখ নাজিম, শামীম আজাদ মিলু, সিরাজুল ইসলাম সানি, খন্দকার ইকবাল কবির, মোঃ আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, মাইনুল ইসলাম, সিরাজ দেওয়ান, মোঃ মুক্তার হোসেন মুক্ত, ওয়াহিদুজ্জামান, হুমায়ুন কবির, বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম, সামদানী মোল্লা, রকিবুল ইসলাম মিঠু, গোলাম নবী, রাসেলুজ্জামান, বাবু শেখ, এলেম হাওলাদার, মোঃ মনির হোসেন, আলহাজ¦ রুহুল কুদ্দুস, আকসির হোসেন সাজু, অমল সরকার, দাউদ হোসেন, মোঃ আল মামুন, লতিফ আলী মোড়ল, হাসান শহীদ সালাউদ্দিন, শাহজাহান খান, মুরাদ হোসেন, হাদিসুর রহমান নোমান, বিশ্বজিৎ সেন।
উল্লেখ্য ২০২৩ সালের ১৪ মে (রবিবার) দৌলতপুর থানার ছয়টি ওয়ার্ডের কাউন্সিলরা ভোটের মাধ্যমে মো. আবু মুর্শিদ কামালকে আহ্বায়ক এবং শেখ ইমাম হোসেন সদস্য সচিব নির্বাচিত করেন।