বাগেরহাটের চিতলমারীতে মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের মেধাবী, কৃতি ও অস্বচ্ছল ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, অভিধানসহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি বিভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথমে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ডা, তপন কুমার মন্ডল ও ইউসুফ আল মামুনের অকাল প্রয়াণে শোক প্রস্তাব ও তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট করে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর সদস্য গোপাল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি নিত্যানন্দ মন্ডল, সাধারণ সম্পাদক নৃপেন মন্ডল, সহ সাধারণ সম্পাদক অসীম কুমার গুহ, সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ তরফদার, সাংষ্কৃতিক সম্পাদক পরিমল হীরা, মো: মিঠু শেখ, এ্যাড, বাসুদেব গুহ, বিপ্লব কান্তি বিশ্বাস, মৃনাল কান্তি গুহসহ অন্যান্য সম্মানিত সদস্য, শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ।
এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে শেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।