খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার ও তার আওয়ামী লীগের জায়গা এই বাংলাদেশে আর হবে না। বাংলাদেশের জনগণ তাদের আর দেখতে চায় না, তারা দেশের সম্পদ লুটপাট করেছে, দেশে গণহত্যা চালিয়ে এ দেশ থেকে পালিয়েছে। তাদের জায়গা এ দেশের মাটিতে আর কখনই হবে না। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণ এর কল্যাণে কাজ করবে, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে সেগুলো আগামী দিনে বিএনপি করবে না, বিএনপি কথা দিয়ে কথা রাখে।
রবিবার (৩ নভেম্বর) মহানগরীর ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং হাজারো শহিদের রক্তের বিনিময়ে ২০২৪ সালের দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে গণতন্ত্রকামী জনগণ বিজয়ী হয়েছে। হাজার হাজার আহত মানুষের আর্তচিৎকার আর লাখো শহিদের রক্তস্নাত জমিনে জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে, তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। বিএনপি বিশ্বাস করে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা গেলে, কোনো প্রকার ষড়যন্ত্র করে কেউ আমাদের স্বাধীনতা কেড়ে নিতে সক্ষম হবে না। ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে ইমদাদুল হকের সভাপতিত্বে বিকাল সাড়ে ৩ টায় কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস।
সম্মেলনের উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ সাদী, শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, আতাউর রহমান মোড়ল, জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন মিজান, জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম রফিক, ফরহাদ হোসেন, মিনা মুরাদ, মনির মীর, ফকির রবিউল ইসলাম,শাহ আলম শিকদার, আবুল কালাম আজাদ, আজমল হোসেন, শেখ মিজানুর রহমান, শওকত হোসেন হিটু, মামুন শেখ, শাহাবুদ্দিন বুদ্ধি, মোস্তফা জামাল শেখ,চমন আরা, শাম্মী চোধুরী মলি, রেশমী সুলতানা, বিল্লাহ হোসেন, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব মোল্লা সোহরাব হোসেন, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি,আল মামুন, জুয়েল হাওলাদার, শাহাদাত হোসেন সাজু সহ মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনের শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেহেনা ঈসা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিনকে নির্বাচিত ঘোষনা করেন।