সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সমাজ বদলের নামে চাটুন ও চাটান শ্রীলেখা | চ্যানেল খুলনা

সমাজ বদলের নামে চাটুন ও চাটান শ্রীলেখা

বিনোদন জগতের টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শাসক দলের উদ্দেশে তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি কিছু বিশেষ ঘটনা ও পরিস্থিতির বিরুদ্ধে কথা বলতে ভয় পান না। যদিও জানেন যে, এর ফলে কত বড় প্রতিক্রিয়া আসতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে শ্রীলেখা লিখেছেন— সমাজ বদলের জন্য চাটুন ও চাটান… কালীঘাটের হাওয়াই চটি…Tring Tring tri tring।

শ্রীলেখার এই পোস্টে একটি ইঙ্গিত রয়েছে, যা অনেকেই মনে করছেন, তা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও টালিউডের কিছু চরিত্রের প্রতি নির্দেশিত। তবে স্পষ্ট নয়, তিনি আসলে কাদের দিকে আঙুল তুলেছেন। তিনি বরাবরই সমাজের বিভিন্ন অবিচারের বিরুদ্ধে সরব থেকেছেন। এমনকি আরজি করকাণ্ডের ঘটনার প্রতিবাদে তিনি প্রথম সারিতে ছিলেন।

সোমবার রাসবিহারিতে হওয়া একটি প্রতিবাদ কর্মসূচিতেও উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন- গতকাল অভয়া মঞ্চ থেকে… আমরা ভুলিনি ভুলতে দেব না। আরজি করকাণ্ড টু ফালাকাঁটা… বিচার ছিনিয়ে নেওয়ার সময় আসছে। মনে রাখবেন- এ রাজ্য কারোর বাবার নয়, কোনো রানি ও যুবরাজ নেই এখানে। এ রাজ্য আমার আপনার সবার…।

শ্রীলেখা আরও লিখেছেন-রাজ্যে বাচ্চা ও নারীদের সঙ্গে নিরন্তর যে অন্যায় হতেই চলেছে, তার দায় পুলিশ-মন্ত্রীকে নিতেই হবে। জগাখিচুড়ি আর বানাতে দেওয়া যাবে না। বানালে ছাড়ব না। এসব মন্তব্যে তার প্রতিজ্ঞা এবং দৃঢ়তার পরিচয় মিলছে।

তবে সরাসরি শাসক দলের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি বেশ কিছু কদর্য মিমের শিকার হয়েছেন। শাসক দলের সমর্থিত ফেসবুক পেজ থেকে শ্রীলেখার বিরুদ্ধে বানানো মিম শেয়ার করা হয়েছে, যা সমাজে তার জনপ্রিয়তা ও পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু এসব কিছুতেই শ্রীলেখার মুখ বন্ধ করা সম্ভব হয়নি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

রাভিনার সঙ্গী কৌশিক, আর কে আছেন এই সিরিজে

চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা

সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় যে ৫ দম্পতির

কেউ ৪০ এ বিয়ে করে আজীবনের ভালোবাসাকে খুঁজে পায়, কেন লিখলেন নীলাঞ্জনা

দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেলসহ ৮

বাংলাদেশের ‘লতিকা’ এবার কপ-২৯ সম্মেলনে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।