বর্তমানে সারা দেশে লাগামহীন বিভিন্ন ধরনের নিত্যপণ্যের বাজার। তাই সাধারণ ক্রেতাদের স্বস্তি ফেরাতে বাগেরহাটের চিতলমারীর ক্রেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে খোলা হয়েছে বিনা লাভের দোকান। শিক্ষার্থীদের এই উদ্যোগে স্বল্প আয়ের ক্রেতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
বর্তমানে সপ্তাহের শনিবার ও বুধবার এই দুই দিন বিনা লাভের বাজার থেকে ক্রেতারা পিয়াজ, রসুন, ডাল, চিনি ও ডিম কিনতে পারছেন তুলনামূলক কম দামে। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে এই বিনা লাভের দোকানে শ্রম দিচ্ছেন।
বিনা লাভের দোকান থেকে পণ্য ক্রয় করতে আসা কয়েক জন ক্রেতা জানান, এ ধরণের উদ্যোগে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরাতে সহযোগিতা করছে। সাধারণ শিক্ষার্থীদের এ ধরণের উদ্যোগ প্রশংসার দাবী রাখে।