সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাভিনার সঙ্গী কৌশিক, আর কে আছেন এই সিরিজে | চ্যানেল খুলনা

রাভিনার সঙ্গী কৌশিক, আর কে আছেন এই সিরিজে

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের সঙ্গে হিন্দি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন টালিউড অভিনেতা কৌশিক সেন। মুম্বাই থেকে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন অভিনেতা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর টালিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছে কৌশিক অভিনীত হিন্দি ওয়েব সিরিজ ‘শেখর হোম’। এ মুহূর্তে মুম্বাইয়ে নতুন একটি সিরিজের শুটিংয়ে ব্যস্ত তিনি।

সূত্রের খবর, এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে, এ খবরে সিলমোহর দেন কৌশিক।

জানা গেছে, রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এ সিরিজটি। তবে কৌশিক এই প্রসঙ্গে এখনই কোনো তথ্য শেয়ার করতে রাজি নন। সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন সঞ্জয় সুরি, রণিত রায়, দক্ষিণী অভিনেতা প্রকাশ বেলাওয়াড়ি প্রমুখ।

এ মুহূর্তে এই সিরিজ নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন কৌশিক। তবে জানালেন- রাভিনার সঙ্গে ইতোমধ্যে তার দুটি বড় দৃশ্যের শুটিং শেষ হয়েছে। কেমন অভিজ্ঞতা-এর উত্তরে কৌশিক বলেন, খুবই পেশাদার অভিনেত্রী। ওর সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে।

তবে ইউনিটের মধ্যে প্রকাশের সঙ্গে বেশি বন্ধুত্ব গড়ে উঠেছে কৌশিকের। কারণ দুজনে একই হোটেলে রয়েছেন। দক্ষিণী অভিনেতা হলেও বলিউডের ‘মাদ্রাজ ক্যাফে’, ‘দ্য তাসখন্দ ফাইল্স’-এর মতো হিন্দি ছবিতে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। কৌশিক বলেন, উনি তো নাটকেও অভিনয় করেন। সম্প্রতি দক্ষিণী ভাষায় রবীন্দ্রনাথের ‘গোরা’ মঞ্চস্থ করেছেন। একজন অবাঙালি হওয়া সত্ত্বেও রবীন্দ্রসংগীত এবং রবীন্দ্র সাহিত্য সম্পর্কে ওর জ্ঞান ও আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।

রণিত একসময় বাংলায় কাজ করেছেন। তাই তার সঙ্গেও শুটিংয়ের ফাঁকে আড্ডা দিয়েছেন কৌশিক। তিনি বলেন, মজাদার মানুষ। বাংলায় আড্ডা দিয়েছি। তার সঙ্গে অভিনয় করেও বেশ ভালো লেগেছে। আগামী কয়েক মাস ধরে এই সিরিজের শুটিং চলবে। তবে চলতি মাসের শেষেই কলকাতায় ফিরবেন কৌশিক।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

বাংলাদেশ নিয়ে পোস্ট দিয়ে বিপাকে কলকাতার গায়িকা, মুছলেন সব লেখা

রাভিনার সঙ্গী কৌশিক, আর কে আছেন এই সিরিজে

চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা

সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় যে ৫ দম্পতির

কেউ ৪০ এ বিয়ে করে আজীবনের ভালোবাসাকে খুঁজে পায়, কেন লিখলেন নীলাঞ্জনা

দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেলসহ ৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।