বিএনপি’র কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে এদেশে অবাধ তথ্য প্রবাহের সুযোগ করে দিয়েছেন। বিএনপি সব সময় সাংবাদিক সংবাদপত্র ও গণমাধ্যমের বন্ধু হিসাবে কাজ করেছে। আগামীতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বিগতদিনে ফ্যাসিবাদি সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার ট্রাইবুনালের নামে গণমাধ্যমে কণ্ঠরোধ করেছে। আমরা আগামীতে সাংবাদিকদের দমন নিপীড়নকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেব। তিনি খুলনা প্রেসক্লাবের উন্নয়নে বিএনপি ও তার ব্যক্তিগত পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার কথা বলেন।
সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই-আগস্টের বিপ্লবে খুলনা ক্ষতিগ্রস্ত খুলনা প্রেসক্লাব পরিদর্শন পুর্ব মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিগত স্বৈরাচারের শাসন আমলে বিএনপি খুলনা প্রেসক্লাবের অনেক অনুষ্ঠান করেছে। বিএনপি খুলনা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞ। স্বৈরাচারের সমুদ্রে প্রেসক্লাব হলো গণতন্ত্রের একটি দ্বীপ উল্লেখ করে তিনি বলেন আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খুলনা প্রেসক্লাবকে আর্ন্তজাতিক মানের প্রেসক্লাবে রুপান্তরিত করবে।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম টুটুল, প্রেসক্লাবের অন্তবর্তী কালীন কমিটির সদস্য ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ হাসান, এস এ টিভি’র খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি প্রমূখ। মতবিনিময় শেষে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব পরিদর্শন করেন।