খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (২য় সংশোধিত) আওতাধীন বিভিন্ন কাজের ঠিকাদার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সভায় উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার প্রকল্পসমূহের ঠিকাদারদের সাথে তাদের কাজের অগ্রগতির বিষয়ে কথা বলেন।
এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ জানান, বিভিন্ন জটিলতার কারণে, বিশেষ করে ড্রইংয়ে সমস্যা থাকায় নির্মাণাধীন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা কঠিন। তাদের আরও সময়ের প্রয়োজন।
উপাচার্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রকৌশল বিভাগকে সকল সমস্যার সমাধান করা এবং ঠিকাদারদেরকে লোকবল বৃদ্ধি করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে যেকোনো প্রকল্প বাস্তবায়নের পূর্বে চূড়ান্ত ডিজাইন ভেটিংয়ের মাধ্যমে যাচাই-বাছাইপূর্বক প্রকল্পের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
এ সময় উপ-উপাচার্য ঠিকাদারদের আরও বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে পরামর্শ দেন এবং সেই সাথে পরবর্তীতে কাজের অগ্রগতি উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করতে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. খসরুল আলম, নির্মাণকাজ তদারকি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সদস্য-সচিব প্রফেসর ড. মো. আশিক উর রহমান, অভ্যন্তরীণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য প্রফেসর শরিফ মোহাম্মদ খান, সদস্য-সচিব প্রফেসর ড. মুন্নুজাহান আরা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) এর সাইট সিলেকশন তদারকিতে যান। বিশ্ববিদ্যালয়ের ৪র্থ একাডেমিক ভবনের উত্তর পাশে এই ইটিপি নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। নির্মিতব্য এই ইটিপিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারসহ সকল ল্যাবের তরল বর্জ্য পরিশোধন করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। উপচার্য এবং উপ-উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের প্ল্যান, ড্রইংসহ কিভাবে বর্জ্য পরিশোধন হবে তার যাবতীয় বিষয় সম্পর্কে অবহিত হন।
প্রকল্প পরিদর্শনকালে উপাচার্য বলেন, এই প্রকল্প বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ব্যবহৃত রাসায়নিক তরল বর্জ্য পরিশোধন হবে, যার ফলে পরিবেশের কোনো প্রকার ক্ষতি হবে না এবং খুব সজজেই ল্যাবের তরল বর্জ্য নিষ্কাশন সম্ভব হবে। তাই এই কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, নির্মাণকাজ তদারকি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।