বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেফালী আক্তার রাখির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিক হাসান রাজা। সংগঠনের সদস্য মোঃ ইখতিয়ার মৃধার উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোঃ বেল্লাল হোসেন, শরীফ মো. আবুল আলা, আসমা আক্তার, তাওহীদ খানসহ সকল সদস্যবৃন্দ মতবিনিময় অংশ নেন।
সভায় প্রধান অতিথি উপজেলার বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নির্দেশনার কথা বলেন এবং যুব শক্তিকে সম্পদে পরিণত হওয়ার পরামর্শ দেন।