বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা কৃষক দলের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের ভায়না মোড়স্হ বিএনপি অফিস চত্বর থেকে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। রেলিতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। রেলি শেষে একই স্থানে পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহ্বায়ক রুবাইয়াত হোসেন খান।
জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সাবেক বিএনপির এমপি প্রার্থী মনোয়ার হোসেন খান। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কিজিল হাসান খান প্রমূখ।
এসময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের ষড়যন্ত্রকারী দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।