খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য ৪র্থ একাডেমিক ভবনের রুম বণ্টন বিষয়ে স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
সভাপতির বক্তৃতায় তিনি বলেন, অচরেই খুলনা বিশ্ববিদ্যালয়ে সময়োপযোগী নতুন নতুন ডিসিপ্লিন খোলা হবে, সে সব নতুন ডিসিপ্লিন যেন স্বাচ্ছন্দ্যে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই পরিকল্পনা করে স্পেস ডিস্ট্রিবিউশন করতে হবে। সভায় সদস্যবৃন্দ ডিসিপ্লিন থেকে প্রাপ্ত চাহিদাপত্র পর্যালোচনা করে কিছু বিষয় সমন্বয় করেন।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সদস্য-সচিব প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা।