বাগেরহাটের চিতলমারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় শেরে বাংলা কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী।
এ সময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীর, সদস্য সচিব ইমরান মিরাজ প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলেজ মাঠে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্ট শেষে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রুনা গাজী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।