ছাত্র জনতার আন্দোলনে সরাসরি হামলাকারী শেখ রিজু মিয়াকে উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুনর্বাসন করায় ও প্রশাসনের বিভিন্ন স্বৈরাচারী মনোভাব এখনো বিদ্যমান থাকার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভায়নার মোড় প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি কাজী সাইফ, মাগুরা জেলা সমন্বয় মোঃ হোসাইন, ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম রাকিব, হাসিব, পিঞ্জিরা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র-ছাত্রীরা।
বিক্ষোভ মিছিলে মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের অপসারণের ১ দফা ১ দাবিতে বিক্ষোভ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীরা।