ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন পুলিশ সুপার হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ। বৃহস্পতিবার সকালে শেষ কর্মদিবসে একের পর এক সহকর্মীরা ফুল দিয়ে তাকে সিক্ত করেন। একজন চৌকস এবং দক্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে তিনি জনপ্রিয় কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের তথ্য প্রদানে তিনি ছিলেন অমায়িক।
তার আগে বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি লাভ করেন। তার এই পদোন্নতিতে বৃহস্পতিবার সবার আগে খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন তাকে ফুল দিয়ে অভিনন্দিত করেন। পরে অন্যন্য সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্চা জানান।