খুলনায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সৈকত (২৪) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের ১ নং কাস্টমঘাট এলাকার মনির শরবত স্টোরের সামনে এ ঘটনাটি ঘটে। আহত যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সৈকত নগরীর ৩ নং মুন্সিপাড়া আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জোয়াদ্দারের ছেলে।
সৈকতকে গুলির বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি বলেন, এ ঘটনাটি ঘটার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করে দিয়েছে। সন্ত্রাসীরা দ্রুত আটক হবে বলে তিনি আশাবাদি।