সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
চীনে ২০০-এর বেশি নতুন কারাগার, কাদের জন্য? | চ্যানেল খুলনা

চীনে ২০০-এর বেশি নতুন কারাগার, কাদের জন্য?

দেশ জুড়ে ২০০-এর বেশি নতুন কারাগার নির্মাণ করেছে চীন সরকার। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশেই এই কারাগারগুলো তৈরি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার পুরনো কারাগার সংস্কার করে খোলা হয়েছে নতুন বিভাগ। সেখানে নতুন নিয়ম চালু করছে জিনপিং প্রশাসন। তবে এত কারাগার কী উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দেশজুড়ে দুর্নীতি দমন অভিযান শুরু করেছেন জিনপিং সরকার। তার জন্যই নতুন কারাগারগুলো তৈরি করা হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করে রাখা হবে এসব কারাগারে। আর এ কারাগারের নাম দেওয়া হয়েছে ‘লিউঝি সেন্টার’।

জানা গেছে, চিন সরকারের জারি করা আইন অনুযায়ী, জড়িত সন্দেহভাজনদের অন্তত ছয় মাস বিনা বিচারে সেখানে বন্দি করে রাখা যাবে। এ সময়ের মধ্যে তারা কোনো আইনি সাহায্য পাবেন না। এমনকি, দেখা করতে পারবেন না পরিবারের সঙ্গেও। স্রেফ সন্দেহের বশেই আটক করা যাবে অভিযুক্তদের।

জিনপিংয়ের এই ‘লিউঝি সেন্টার’গুলোর নানা বিশেষত্ব রয়েছে। বন্দি অবস্থায় কেউ যাতে নিজেকে আঘাত করতে না পারেন, তার জন্য দেওয়ালে লাগানো আছে নরম ফোম। ২৪ ঘণ্টা প্রহরা এবং নজরদারি ক্যামেরাও রয়েছে সেখানে।

ছয় মাস ‘লিউঝি সেন্টার’ নামক এই কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন এমন একজন দাবি করেছেন, তাকে প্রতিদিন ১৮ ঘণ্টা সোজা হয়ে বসিয়ে রাখা হতো, ঘুমানোর অবকাশও দেওয়া হতো না। এমনই নানা ধরনের অত্যাচারের অভিযোগ উঠেছে ‘লিউঝি সেন্টার’ কারাগার পরিচালকদের বিরুদ্ধে।

২০১২ সালে চীনে ক্ষমতায় এসেছিলেন জিনপিং। তার পর থেকে চীনের কমিউনিস্ট পার্টিতে তার মুঠি আরও শক্ত হয়েছে। বর্তমানে চীনের প্রেসিডেন্ট হিসেবে জিনপিংয়ের তৃতীয় মেয়াদ চলছে। বরাবর নিজের দুর্নীতিবিরোধী ভাবমূর্তিকে অটুট রাখতে চেয়েছেন জিনপিং। নানা সময়ে তার জন্য নানা পদক্ষেপ করেছেন। দেশজুড়ে ২০০-এর বেশি ‘লিউঝি সেন্টার’ তৈরি তার সে প্রচেষ্টারই অন্যতম অঙ্গ।

চীনে দুর্নীতির বিরুদ্ধে এত দিন ‘শুয়াংগুই সিস্টেম’ চালু ছিল। দুর্নীতিতে অভিযুক্তদের সেখানে বন্দি করা হতো। অত্যাচার এবং হেনস্থার অভিযোগে দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছে সে ব্যবস্থা। অভিযোগ করা হচ্ছে, ‘লিউঝি সেন্টার’-এর মাধ্যমে তাকেই আবার নতুনরূপে ফিরিয়েছেন জিনপিং।

চীনে দুর্নীতি দমন অভিযানে শাসক দলের উচ্চপদস্থ কর্মকর্তারা রেহাই পাচ্ছেন না। এমনকি, ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের ম্যানেজারদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলেও তাদের নিয়ে আসা হচ্ছে বিশেষ কারাগারে। উচ্চ-প্রোফাইল মামলাগুলোর মধ্যে রয়েছে- বিনিয়োগ ব্যাংকার বাও ফ্যান এবং সাবেক ফুটবল তারকা লি টাই-এর নাম, যিনি দুর্নীতির জন্য ২০ বছরের কারাদণ্ড পেয়েছেন।

২০১৭ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত ২১৮টিরও বেশি লিউঝি কেন্দ্র নির্মাণ বা সম্প্রসারণ করা হয়েছে। মহামারির পর এই নির্মাণ কাজ আরও দ্রুত হয়েছে। নতুন এ কারাগারগুলো নিয়েও নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, এটি ক্ষমতার অপব্যবহার এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের সুযোগ তৈরি করছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

‘পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন সময়ের ব্যাপার’

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

কঙ্গোতে এম ২৩ বিদ্রোহীদের দখলে বিমানবন্দর

গাজাবাসী জর্ডানে চলে গেলে শান্তিতে থাকতে পারবে: ট্রাম্প

ডেনমার্কে কুরআন অবমাননার দায়ে ২ ব্যক্তি অভিযুক্ত

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত ১, চলছে উদ্ধার কাজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।