খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের সাধারন সদস্যদের মতামতের ভিত্তিতে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নগরীর খানজাহান আলী রোডস্হ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক বিশেষ সাধারন সভায় এই কমিটির অনুমোদন করা হয়। আহবায়ক কমিটি দ্বায়িত্ব গ্রহন পূর্বক সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও সংগঠনের সদস্যদের গোপন ব্যলটের মাধ্যমে অবাদ ও সুস্ঠ নির্বাচন করার লক্ষে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। নবনিযুক্ত কমিটির সদস্যরা নির্বাচন পরিচালনা কমিটিকে সর্বাত্বক সহযোগিতা করবেন।
নবনিযুক্ত আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক মো. হালিম মোড়ল, সদস্য সচিব সৈয়দ হুমায়ন কবির, সদস্য বাসুদেব সাহা, মো. নজরুল ইসলাম(মোহন). মো. রফিকুল ইসলাম।
গতকাল রোববার (৫ জানুয়ারি) খুলনা বিভাগীয় শ্রম অধিদ্প্তরের পরিচালকে পত্র প্রেরণের মাধ্যমে নব গঠিত কমিটির বিষয় অবগত করা হয়। পত্রে কেএমপি কমিশনার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনা, আহবায়ক খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতি ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুলিপি প্রদান করা হয়।