খুলনার জাতিসংঘ শিশু পার্কে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী “বাংলাদেশী এবং সুইডিশ বাবা” শুরু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত এইচ. ই. নিকোলাস উইকস এই প্রদশনীর উদ্বোধন করেন। প্রদর্শনীর মাধ্যমে সন্তানের প্রতি সক্রিয় যত্নদাতা হিসাবে বাবাদের ক্রমবর্ধমান ভূমিকাগুলিকে তুলে ধরা হয়েছে।
এসময় সুইডিশ রাষ্টদূত সাংবাদিকদের বলেন-একজন বাবা তার সন্তানের প্রতি দায়িত্বশীল হয়ে পরিবার,সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বপালন করতে পারেন।
বাংলাদেশে সুইডেনের দূতাবাস, ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএন ওমেন এর সহযোগিতায় এই প্রদর্শনীতে বাবা-মা’য়ের সাথে সম্পর্কিত বাংলাদেশী বাবাদের ২৩ টি ফটোগ্রাফ প্রদর্শন করা হয়। প্রদর্শনী দেখতে আসা একজন বাবা বলেন-বাংলাদেশী ও সুইডিশ বাবাদের সন্তানের প্রতি স্নেহ, ভালোবাসা প্রায় একই। তবে কালচারাল একটা পার্থক্য আছে।এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ট্রেডিশনাল বাবাদের চোখ খুলে যাবে।
প্রখ্যাত সুইডিশ ফটোগ্রাফার জোহান বাভম্যানের উদ্যোগ পুরস্কার বিজয়ী “সুইডিশ ড্যাড্স ” থেকে অনুপ্রেরণা নিয়ে পরবর্তীতে বাংলাদেশী প্রেক্ষাপটে আকর্ষনীয় গল্পের মাধ্যমে প্রদর্শনীটির আয়োজন করা হয়।