বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় অডিটোরিয়ামে এ নবীব বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সুভাষ মন্ডল, কুবের বিশ্বাস, বিধান কুমার ব্রহ্মসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে ফুল দিয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।