সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে জোর পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে বালিয়া গ্রামের আলতাফ কারিগরের বিরুদ্ধে। সে ওই গ্রামের মৃত্য আনার কারিগরের ছেলে।
ফরিদা বেগমের স্বামী বিলায়েত সরদার বলেন, আমার স্ত্রী ফরিদা বেগম ও সাইদুর রহমান ২০০৯ তেঘরিয়া গ্রামের মৃত্য মনিন্দ্র নাথের তিন ছেলের কাছ থেকে ১ একর ৩৩ শতক জমি ক্রয় করে। যা বর্তমানে আর এস নম্বর ১৫৬৬ খতিয়ানে নং ২৫৩৮ দাগে তাদের নামে রেকর্ড হয়েছে। এই একই জমির একটি চঞ্চকি দলিল দেখিয়ে সোনাতোন কাটি গ্রামের মতিয়ার গাজী স্থানীয় আলতাফ কারিগরের কাছে নন জুডিশিয়াল স্টাম্পে ডিড করে দেন। সেই থেকে আলতাফ কারিগর জোর পূর্বক এই জমি ভোগ দখলে রাখে। আমরা ক্রয়কৃত সম্পত্তিতে ১৫ দিন আগে ধান চাষ করেছি ঘেরের বাসা বেঁধেছি। বুধবার (২২ জানুয়ারী) সকালে ঘেরাবেড়া করতে গেলে খেশরা পুলিশ ক্যাম্পের পুলিশ বাঁধা দেন।
খেশরা ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পাখিমারা বিলে জমিজমা সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে সবাই কে শান্ত থাকতে বলেছি। পরে কাগজপত্র দেখে শান্তিপূর্ণ সমাধান করা হবে।