লবনচরার বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে লবনচরা সাংবাদিক ফোরামের কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা ও নৈশ ভোজের অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারি রাতে লবনচরা জব্বার সড়ক নিউ টাউন আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে গ্লোবাল টেলিভিশনের বিভাগীয় প্রধান আনিসুর রহমান কবির কে সভাপতি এবং মাই টিভির খুলনা বিভাগীয় প্রধান শিশির রঞ্জন মল্লিক কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি ওবায়দুল হক তালুকদার ( দৈনিক মুক্ত খবর), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আতিক (দৈনিক খুলনা অঞ্চল) কোষাধ্যক্ষ মোসলে উদ্দিন ( দৈনিক সোনালী খবর), সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন (অপরাধ তথ্য চিত্র), সহ – সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল অপু (দৈনিক বায়ান্ন), দপ্তর সম্পাদক শামীম হোসেন (প্রবাহ নিউজ), প্রচার সম্পাদক নাসির হোসেন (দৈনিক খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো হেলাল (এখন টেলিভিশন, ক্যামেরা ম্যান), ধর্ম ও গ্রন্থনা সম্পাদক মিজানুর রহমান (সংযোগ প্রতিদিন), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূর মোহাম্মদ খান লিটু ( প্রবাহ নিউজ) কার্য নির্বাহী সদস্য কাজী মিজানুর রহমান (সংবাদ সারাদেশ), আসলাম আলী পারভেজ (দৈনিক জাহানাবাদ), আলমগীর হোসেন (খুলনা টাইমস), জহরুল ইসলাম জয়(দৈনিক তথ্য) সদস্য, এইচ এম তৌফিক (গ্রামের কাগজ), প্রান্ত ( এস এ টিভি ক্যামেরা ম্যান), সিয়াম (গ্লোবাল টেলিভিশন ক্যামেরা ম্যান), নাজমুল হোসেন (৭১ টেলিভিশন ক্যামেরা ম্যান) নিসান (খুলনা টাইমস),মোঃ বাবুল (গ্রামের কাগজ)।