খুলনা মহানগরের নেভী কলেজের সামনে হাউজিং আবাসিকে এস এন ডেভেলপারস কোম্পানি লিমিটেডের চলমান আবাসন প্রকল্পের আওতায় ১০তম প্রকল্প ‘এস এন প্যালেস ৯’ এর নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর নগরের নেভী কলেজের সামনে হাউজিং এস্টেটে এ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। নির্মাণ কাজের উদ্বোধন করেন এসএন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মো. জুয়েল ও ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর মো. মাসুম বিল্লাহ, ডাইরেক্টর মো. মোহাইমিন, ম্যানেজার নিউটন শেখ, ফ্লাট ক্রেতারা ও এস এন ডেভেলপারস লিমিটেডে পরিবারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
উদ্বোধন শেষে এস এন ডেভেলপারস এর ব্যাবস্থাপনা পরিচলক মো. বখতিয়ার হোসেন বলেন, অনির্বচনীয় প্রয়াশ, আন্তরিক শ্রম ও ঘামে এস এন ডেভেলপারস লিমিটেড গ্রাহকদের স্বপ্ন নির্মাণ করে থাকে। সেই স্বপ্ন যথাযথ মানে প্রতিশ্রুত সময়ে হস্তান্তর করতে এস এন ডেভেলপারস কঠিন আত্মবিশ্বাসের সঙ্গে সেবা প্রদানে বারবার দৃষ্টান্ত স্থাপন করে আসছে।