তালা সরকারি কলেজে ছাত্রদলের ফরম বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও বেশি শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠনের অংশ হিসাবে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ তালা সরকারি কলেজ ছাত্রদলের ফরম বিতরণ করা হয়।
ফরম বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ হাসান, খুলনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাছুম বিল্লাহ্, সাতক্ষীরা পৌর-ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব এসকে ফারুক আহমেদ, তালা সরকারি কলেজে ছাত্রদলের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান, কলেজ ছাত্রদলের সদস্য সোহাগ হাসান, হাসিবুল ইসলাম, আতিক আহসাব সৌরভ, রাব্বি সহ তালা সরকারি কলেজের বিভিন্ন নেতৃবৃন্দ।