সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মৃত্যুবরণকারী ৯ সরকারি কর্মচারী পরিবারের মাঝে ৭২ লাখ টাকার চেক প্রদান | চ্যানেল খুলনা

মৃত্যুবরণকারী ৯ সরকারি কর্মচারী পরিবারের মাঝে ৭২ লাখ টাকার চেক প্রদান

বেসামরিক প্রশাসনের চাকরিরত অবস্থায় কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারী আর্থিক অনুদান প্রদান নীতিমালার আওতায় ৯টি পরিবারের মাঝে ৮ লাখ টাকা করে মোট ৭২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

রোববার (২ মার্চ) বেলা ১২টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ চেক প্রদান করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে আর্থিক চেক প্রদান করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্থিক অনুদান প্রদান নীতিমালার আওতায় বর্তমান অর্ন্তবর্তী সরকার সহযোগিতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ ৯টি পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হলো। আগামীতে এ অনুদান প্রদান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত। এসময়ে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ আমিরুল আরাফাত।

অনুষ্ঠানে চেক গ্রহণ করেন- মৃত পুলিশ কনষ্টেবল আব্দুল বাতেনের পক্ষে মৌসুমি আক্তার যুথী, মৃত পুলিশ কনষ্টেবল আশরাফুল আলমের পক্ষে মাহফুজা আক্তার, মৃত পুলিশের পরিচ্ছন্নতাকর্মী আতিয়ার রহমানের পক্ষে রওশন আরা খানম, মৃত পুলিশের বাবুর্চি বজলুর রহমান সরদারের পক্ষে রওশন আরা বেগম, বন বিভাগের নৌকা চালক মৃত শেখ মোঃ বাচ্চু মিয়ার পক্ষে শাহিনা, প্রত্তত্ব অধিদপ্তরের অফিস সহায়ক মৃত ফজিলাতুন নেছার পক্ষে রুস্তুম আলী হাওলাদার, ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল কার্যালয়ের মেইল ক্যারিয়ার মৃত হাফিজুর রহমানের পক্ষে জেসমিন বেগম, পুলিশের এস আই প্রয়াত কাজী আতিকুর রহমানের পক্ষে তানিয়া আক্তার শিলা এবং ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনালের সহকারী রেজিষ্ট্রার প্রয়াত রায়হান আলী মোল্লার পক্ষে রেহেনা বেগম চেক গ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত

নগরীতে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর ঈদসামগ্রী বিতরণ

মহান স্বাধীনতা দিবসে খুলনা মহানগরী জামায়াতের আলোচনা সভা

খুলনা সোসাইটির পক্ষ থেকে এতিমখানায় নগদ অর্থ উপহার প্রদান

শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।