মাগুরায় ধর্ষণের ঘটনায় সাধারণ শিক্ষাথীরা মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সোমবার (১০ মার্চ) বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। এ সময় সড়ক অবরোধ করে ধর্ষনের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা আদালত থেকে ১৮০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার কথা জানানো হয়। কিন্তু এই ধর্ষকদের জেলে বসিয়ে এত লম্বা সময় সরকারি ব্যবস্থাপনায় না রেখে ১৮০ দিনের পরিবর্তে দ্রততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। এর পাশাপাশি আর কোন শিশুকে যেন এমন ঘটনার সম্মূখিন হতে না হয় তার জন্য সরকারকে অনতিবিলম্বে আইন সংশোধন করার আহবান জানান। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।