খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে একই ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জাকিরুল ইসলাম সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে জাকিরুল উলেখ করেন, গত ৮ মার্চ রাত ১০টা ২০ মিনিটের দিকে খান বাহাদুর আহসানউলাহ হলের সামনে চা-জুসের দোকানের কাছে ২১ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এর জের ধরে পরবর্তীতে রাত ১০টা ৫০ মিনিটের দিকে ২১ ব্যাচের ১০-১১ জন শিক্ষার্থী বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের উত্তর ব্লকের তৃতীয় তলায় এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী সৈকত বলেন, ‘আমি রুমের মধ্যে ছিলাম। বাইরে চিৎকার শুনে বের হয়ে দেখি, কয়েকজন মিলে জাকিরকে টানাটানি করে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জাকির যেতে চাইছিল না, তখন ওদের মধ্যে একজন তাকে কিল-ঘুষি মারে এবং গালাগাল দেয়।’
রসায়ন ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ বলেন, ‘আমি দেখি, হলে কয়েকজন জুনিয়র শিক্ষার্থী জাকিরকে ধাক্কাচ্ছে। আমি তাদের থামিয়ে নিজেদের মধ্যে মীমাংসা করতে বলি। কিন্তু তারা জানায়, এটি তাদের ডিসিপ্লিনের বিষয়।’
অভিযুক্ত শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা দাবি করেছেন, প্রাণনাশের হুমকির কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি নিজেদের মধ্যেই মীমাংসা করবেন।
এদিকে, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট ড. মোঃ সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত যাচাই করা হবে।’