পাকিস্তানের পাঞ্জাবের উচ্চ শিক্ষা কমিশন প্রদেশটির সব সরকারি ও বেসরকারি কলেজে ভারতীয় গানের সঙ্গে নাচ এবং অন্যান্য অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ বিষয়ে সম্প্রতি প্রদেশটির সব কলেজ পরিচালক ও অধ্যক্ষের উদ্দেশে একটি পরিপত্র (সার্কুলার) জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, স্পোর্টস গালা, ফান-ফেয়ারসহ কলেজগুলোর বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় গানের সঙ্গে নাচ ও পারফরম্যান্স সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অশ্লীল পোশাক ও ভাষা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাঞ্জাব উচ্চ শিক্ষা কমিশন স্পষ্ট করে বলেছে, শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষাদান নিশ্চিত করাই কলেজ প্রশাসনের দায়িত্ব।
সার্কুলারে আরও বলা হয়েছে, যদি কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তাহলে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন