খুলনা ওয়াসার ৪৫ হাজার গ্রাহক এখন থেকে পানির বিল গ্রামীন ফোনের জি-পে সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন। গ্রাহক সেবা বৃদ্ধি ও লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধের ঝামেলা এড়াতে এই সার্ভিস চালু করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় খুলনার একটি অভিজাত হোটেলে গ্রামীণ ফোন ও খুলনা ওয়াসা’র বিল পে সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ। উপস্থিত ছিলেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এম ডি কামাল উদ্দিন আহমেদ, গ্রামীণ ফোনের খুলনা সার্কেল বিজনেস হেড মোঃ আউলাদ হোসেইন, খুলনা রিজিওনাল হেড মোঃ আহসান হাবিব ও খুলনা সার্কেল মার্কেটিং হেড আবুল হাসনাত।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা বাড়িতে বসে সুবিধামতো সরাসরি মোবাইলে জি-পে ওয়ালেট অ্যাকউন্ট থেকে পানির বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া খুলনায় গ্রামীণ ফোনের ৫০০ এর বেশি বিল পেমেন্ট পয়েন্ট থেকে পানির বিল দেওয়া যাবে। প্রাথমিকভাবে খুলনা ওয়াসার ২০ হাজার গ্রাহককে এই সুবিধার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে ৪৫ হাজার গ্রাহককে এই সুবিধার আওতায় আনা হবে।
উল্লেখ্য, গ্রাহকগণ গ্রামীনফোনের জি-পে অ্যাপ দিয়ে বিল পরিশোধের সময় সার্ভিস চার্জে ১০০% ডিসকাউন্ট পাচ্ছেন নির্দিষ্ট সময়ের জন্য। এছাড়া খুলনা ওয়াসার গ্রামীনফোন ব্যবহারকারী গ্রাহকগণ বিল সম্পর্কিত নোটফিকেশন পাবেন। নোটিফিকেশনে বিল ইস্যুকরণের তারিখ, বিল পরিশোধের শেষ তারিখ, বিলের টাকার পরিমাণ ইত্যাদি উল্লেখ থাকবে। বিল পরিশোধের পর বিষয়টি গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এই সুবিধা ছাড়াও জি- পের মাধ্যমে গ্রামীনফোনের গ্রাহকরা এই ওয়ালেট দিয়ে ট্রেনের টিকিট কিনতে ও ফ্লাক্সিলোড করতে পারবেন।