খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. কামাল নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত যুবক খুলনা সদর থানাধীন মুক্তা কমিশনার কালভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।
স্থানীরা জানান, ইফতারির পরপর আহত যুবক কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসে। এর কিছুক্ষণ পর ৬-৭টি মোটরসাইকেলে কয়েকজন এসে যুবককে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। তারা চলে যাওয়ার আগ মুহূর্তে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি নিক্ষেপ করে। তাদের দুটি গুলি কামালের নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয়রা ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, হতাহতের সংবাদ জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তরা কামালের ডান এবং বাঁ পায়ের তিনটি স্থানে, ডান হাতের কবজিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।