সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
কাজী হায়াতের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, যা বললেন ওমর সানী-ডিপজল | চ্যানেল খুলনা

কাজী হায়াতের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, যা বললেন ওমর সানী-ডিপজল

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন ছবির বিচার করতে। বোর্ড থেকে বের হওয়ার সময় তার গাড়ি আটকে ধরেন শাকিব খানের ভক্তরা। এ সময় শাকিব ভক্তরা উত্তপ্ত বাক্যবিনিময়ের মাধ্যমে অশালীন আচরণ করেন নির্মাতার সঙ্গে।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। তার প্রতিবাদ করার পরই এবার গুণী নির্মাতা কাজী হায়াতের সঙ্গে ঘটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এবং খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে ওমর সানী এক পোস্টে লেখেন, ‘কাজী হায়াত কিংবদন্তির নাম, যদিও তার সঙ্গে আমার কোনো ছবি নেই। কিন্তু ওনাকে শ্রদ্ধা করি, ওনার সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে ইনটেনশনালি করা। যাইহোক, আমরা সম্মানের সঙ্গে থাকি। জোর শব্দটা কারো একার না।’

এছাড়াও কাজী হায়াতের পাশে দাঁড়িয়ে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এদিন দুপুর চারটায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার সিনেমা জগতে আগমনের পেছনে যিনি পথপ্রদর্শক, যিনি এক অর্থে আমার সিনেমার জন্মদাতা, তিনি কিংবদন্তি পরিচালক কাজী হায়াত। তিনি শুধু একজন সফল নির্মাতাই নন, আমার জন্য পিতৃতুল্য একজন মানুষ, যার হাত ধরে আমি নতুনভাবে পথচলা শুরু করি। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা চিরকাল থাকবে।’

তিনি আরও লিখেছেন, ‘দুঃখজনকভাবে এমন একজন গুণী ও বর্ষীয়ান ব্যক্তিত্বের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। আমার কাছে এটি ইচ্ছাকৃত বলেই মনে হয়েছে। একজন সম্মানিত ব্যক্তিকে ছোট করার ব্যর্থ প্রচেষ্টা। অথচ ইতিহাস সাক্ষী, সূর্যের আলো ঢেকে রাখা যায় না, কিংবদন্তির সম্মান কেড়ে নেয়া যায় না।’

সবশেষ ডিপজল লিখেছেন, ‘আমরা সম্মানের সঙ্গে পথ চলতে শিখেছি, সম্মান দিতে জানি। তাই এমন অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমি মনোয়ার হোসেন ডিপজল, এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী দেখার জন্য গত ২৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত। সিনেমা দেখা শেষে বোর্ড থেকে বের হওয়ার সময় প্রবেশদ্বারে নির্মাতার গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা।

এ সময় কাজী হায়াত গাড়ি থেকে নেমে শাকিব ভক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তখন ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ বলে স্লোগান দিতে থাকেন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

ঈদ মাতাবে কেয়া পায়েলের ডজনখানেক নাটক

সুইসাইড ডিজিজে আক্রান্ত সালমান খান, এই রোগের বৈশিষ্ট্য কী?

বাবা শিখিয়েছেন বিপদে কিভাবে শক্ত থাকতে হয়: সারা

কাজী হায়াতের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, যা বললেন ওমর সানী-ডিপজল

অসভ্যতা করতে এলে মারতে বললেন শ্রাবন্তী

১০ ঘণ্টার ৫ মিলিয়ন ভিউ শাকিব-নুসরাতের ‘চাঁদ মামা’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।