মাগুরার ইছাখাদা জোত পাড়া এলাকায় ব্যবসায়ী ও জামায়াত কর্মী মোস্তফা কামালের বাসায় সন্ত্রাসী হামলা চালিয়ে তার ব্যবহৃত মাইক্রোবাস ভাংচুর বাড়িঘর ভাঙচুর এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইছাখাদা জোত পাড়া গ্রামের সিরাজের ছেলে রাজুর বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগী মোস্তফা কামাল।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঈদের আগে স্থানীয় সন্ত্রাসী রাজু ৭-৮ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় রাজু, পলাশ সহ কতিপয় সন্ত্রাসী স্থানীয় জামায়াত কর্মী ও ব্যবসায়ী মোস্তফা কামালের বসত বাড়িতে হামলা চালিয়ে তার ব্যবহৃত মাইক্রোবাস ভাংচুর- বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটায়। এ সময় বাড়িতে থাকা ১১ বছরের শিশু কন্যা জুইন কে রামদা দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করছেন। এখনো নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা কামাল বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি এবং মাগুরা জেলা জজ আদালতে অপর আরেকটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুর রহমান হাসু জানান, রাজু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশের এই কর্মকর্তা।