সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
দৌলতপুর কাঁচা বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ শেষে পথসভা | চ্যানেল খুলনা

দৌলতপুর কাঁচা বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ শেষে পথসভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। যার কারণে জামায়াতে ইসলামীর উপর দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র এবং জুলুম-নির্যাতন ও অপপ্রচার চালানো হয়েছে। জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক মামলায় দলের লক্ষাধিক নেতাকর্মীকে সাজিয়ে জুলুম-নির্যাতন জামায়াতকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে। যারা আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়; যারা মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না, যাবে না। কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব। এই দায়িত্ব পালন করা ঈমানী দায়িত্ব।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে খুলনা মহানগরীর দৌলতপুর থানার উদ্যোগে দৌলতপুর কাঁচা বাজারে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আলমগীরের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী। অন্যান্যদের মধ্যে দৌলতপুর থানার সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, আড়ংঘাটা থানা সেক্রেটারি আবু মুসা তুহিন, দৌলতপুর থানা কর্মপরিষদ সদস্য ৬ নং ওয়ার্ড আমীর আমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড আমীর জাকিরুল ইসলাম, ৪নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতপুর থানা সভাপতি রফিকুল ইসলাম, জামায়াত নেতা ইবাদত হোসেন, আশরাফ হোসেন, এম রহমান, মেহেদি হাসান, শ্রমিক নেতা মাহবুবুর রহমান জুনায়েদ, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, সাজ্জাদ হোসেন, সিদ্দিক জমার্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ এতো জুলুম-নির্যাতন করেও যখন জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, তখন জামায়াতে ইসলামীর নিবন্ধন কেড়ে নিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন এমনকি ওয়ার্ড অফিসও বন্ধ করে দিয়েছিলো। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে। এমনকি ইসলাম ধর্মকে তারা জঙ্গিবাদ আর মৌলবাদ আজ্ঞা দিয়েছিল। কোন কিছুতেই জামায়াতে ইসলামী এক মূহুর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। পরবর্তীতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলো। কিন্তু এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদরা গভীর ষড়যন্ত্র চালাচ্ছে

খুলনা জেলা ওয়াকিং গ্রুপ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সভা

জনসম্পৃক্ততায় বিঘ্ন সৃষ্টিকারী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের ব্যাপারে বিএনপি ‘জিরোটলারেন্স’

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার গ্যাস খুলনায় অগ্রাধিকার ভিত্তিতে না দিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।