খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রদল। ‘পরিকল্পিতভাবে মব’ সৃষ্টির অভিযোগ তুলে ছাত্রদল কুয়েটে ভয়হীন ক্যাম্পাস, নিরাপদ ও স্বাভাবিক একাডেমিক পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির ছাত্র সংগঠনটি বলেছে, তারা চায়- কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ভয়হীন ক্যাম্পাস, নিরাপদ, সুষ্ঠু ও সেশনজটমুক্ত স্বভাবিক একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দর্পূণ পরিবেশ বিরাজ করুক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতি সম্প্রতি কুয়েটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনীতি নিষিদ্ধ থাকায় ক্যাম্পাসের বাইরে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরম সংগ্রহ করে। কিন্তু দুঃখজনকভাবে এই শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে পরিকল্পিতভাবে মব সৃষ্টির মাধ্যমে তাদেরকে মারধর করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ফুটেজ রয়েছে। পরবর্তীতে মবের সঙ্গে জড়িত কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ বেধে যায়। উদ্ভূত পরিস্থিতিতে ওই ঘটনাটি ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে ছড়িয়ে পড়ে। ঘটনার ধারাবাহিকতায় ওই মব সৃষ্টিকারীদের হাতে কুয়েটের শিক্ষকরাও লাঞ্ছিত হন, যা অত্যন্ত দুঃখজনক এবং শিষ্টাচারবহির্ভূত। ছাত্রদল ঘটে যাওয়া প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে ছাত্রদল প্রত্যাশা করে, বিগত ফ্যাসিস্ট শাসনামলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে যে ভয়ের সংস্কৃতি বিরাজ করছিল, মব কালচারের মাধ্যমে যেন সেটির পুনরুত্থান না ঘটে।’
ছাত্রদল বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক গোষ্ঠী যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে জড়ানো বা ছাত্রদলের ওপর যে কোনোভাবে দায় চাপানোর একটি অসৎ চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা তাদের এই হীন অপচেষ্টার নিন্দা জানাই।’
বিজ্ঞপ্তিতে ছাত্রদল বলেছে, ‘এই প্রেক্ষাপটে শিক্ষা, সম্মান ও শিক্ষার পরিবেশ রক্ষায় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সাহসী অবস্থানকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, কুয়েটের শিক্ষার্থীদের এই অবস্থান গুটিকয়েক ব্যক্তির রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নয়, বরং গোটা শিক্ষাব্যবস্থার সুরক্ষার স্বার্থেই পরিচালিত হচ্ছে। এমতাবস্থায় ছাত্রদল ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে।’
সংগঠনটি আরও বলেছে, ‘আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, ইউজিসির একটি প্রতিনিধিদল কুয়েটের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে যাবে।ছাত্রদল প্রত্যাশা করে, প্রতিনিধিদল সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান ও স্নেহের সম্পর্ক ও নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রতি আন্তরিক থাকবেন। সেই সঙ্গে যেসব শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিকে পুনর্বিবেচনা করবেন বলেও আমরা প্রত্যাশা রাখি।’