বাগেরহাটের চিতলমারীতে চলতি মৌসুমে ধানের ভালো ফলন হলেও গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে মাঠ ভরা পাকা ধান নিয়ে বিপাকে রয়েছেন চাষিরা। একই সময়ের বেশির ভাগ জমির ধান পাকার কারণে তীব্র আকারে শ্রমিক সংকট দেখা দিয়েছে।
সরজমিনে উপজেলার একমাত্র শ্রমিক বাজার দূর্গাপুর গিয়ে দেখা গেছে প্রতিদিন কাক ডাকা ভোর থেকেই চিতলমারীসহ আশ- পাশের কয়েকটি উপজেলা থেকে শত শত ধান কাটা শ্রমিক এই বাজারে ভির জমান। ভোর সাড়ে ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত জমির মালিক ও ধান কাটা শ্রমিকের হাক-ডাকে মুখোরিত থাকে বাজারটি।
বর্তমানে জন প্রতি শ্রমিকের জন্য জমির মালিককে দৈনিক ১২শ টাকা থেকে ১৪ টাকা পর্যন্ত প্রদান করতে হচ্ছে। এ ছাড়াও দুই বেলা খাবার প্রদান করায় জন প্রতি শ্রমিকের জন্য জমির মালিককে ১৫শ টাকার মত গুনতে হচ্ছে। এদিকে ধানের দাম তুলনা মুলক কম থাকায় দুঃচিন্তায় রয়েছেন এলাকার চাষিরা।